শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাবি ছাত্রদলের মিলাদ ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৫ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৪২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরনের আয়োজন করা হয়।
আজ বুধবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন আলহেরা এতিমখানায় মিলাদ পরবর্তী গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহবায়ক হুমায়ূন হাবিব হিরন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দেশপ্রেম, সততা, বীরত্ব, দুরদর্শী কর্মতৎপর, জনঘনিষ্ঠতার জন্য এক কিংবদন্তি মহান রাষ্ট্রনায়ক হিসেবে ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবেন।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজু, সদ্য সাবেক সহ সভাপতি নবীনুর রহমান নবিন, সাবেক সহসভাপতি এস এম ফয়সাল, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল চৌধুরী, শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, আল বেরুনী হলের যুগ্ম আহবায়ক জার্জিস ইব্রাহিম ছাত্রনেতা শামিম ওসমান, ছাত্রনেতা রায়হান মিলটন, মমিনুর প্রমুখ।