আদমদীঘিতে জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ১০:৪০ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের গাজী পাতলা পীর হাফেজীয়া কওমী মাদ্রাসা ও এতিম খানা প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও এতিম বাচ্চাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আজ বুধবার দুপুরে আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মাহাফুজুল হক টিকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সান্তাহার পৌর বিএনপির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিএনপির নেতা সরফরাজ হোসেন, আশরাফুল সরকার, সাইফুল ইসলাম, মিজান হোসেন, সান্তাহার পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান লিটন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও নব-নির্বাচিত ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবন, সিহাব চৌধুরী, আবু রায়হান, সাদ্দাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাব্বির আহম্মেদ লিয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল হাসান শাকিব, সাধারণ সম্পাদক রুহুল হোসেন, ছাত্রদল নেতা আব্দুল খালেক, শাকিল হোসেন, জিহাদ প্রমূখ। আলোচনা শেষে দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরন ও এতিম বাচ্চাদের মাঝে ২শত পিচ কম্বল বিতরণ করা হয়।