শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পেশাজীবী পরিষদের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৩ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:১৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
আজ বুধবার (১৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপু'র নেতৃত্বে সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালনের পূর্বে এ্যাড. শামিম উল হাসান অপু তার বক্তব্যে বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক এবং জনপ্রিয় নেতা। এই মহান নেতার আদর্শ অনুসরণ করে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সবচেয়ে বৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। তার রেখে যাওয়া বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা বিএনপি'র নেতাকর্মীরা দেশের মানুষকে সাথে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই"।
উক্ত শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শ্রমিক দল নেতা তাইজাল আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দিপু ও ছাত্রনেতা আবদুল্লাহ আল নোমান প্রমূখ।