জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৮ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০২:১৭ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঝিনাইদহে জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে জেলা বিএনপি’র আয়োজনে দুস্থদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়। পরে এইচএসএস সড়কে বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহবায়ক এসএম মশিয়ূর রহমান।
বক্তব্য রাখেন, সদস্য সচিব এ্যাড. এমএ মজিদ, বিএনপি নেতা আব্দুল মালেক, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপি’র সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, শ্রমিক দলের সভাপতি আবু বক্কর, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক ও মৎসজীবী দলের সদস্য সচিব শাহনেওয়াজ সুমনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা, জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী নিয়ে আলোচনা করেন। এছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবি আদায়ে আন্দোলনের হুশিয়ারী দেন।