ইবিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৪ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:০৭ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালন করেছে শাখা ছাত্রদল।
আজ বুধবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদের সভাপতিত্বে শিক্ষক সমিতির সভাপতি ড. মিজানুর রহমান ও ড. আলীনুর রহমান সহ বিএনপিপন্থী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন। পরে জিয়াউর রহমানের আত্নার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুনাজাত করেন নেতাকর্মীরা। মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ.স.ম শোয়াইব আহমেদ। এসময় শাখা ছাত্রদলের প্রায় অর্ধশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ক্যাম্পাস এলাকায় অসহায় ও গরীবদের মাঝে খাবার বিতরণ করা হয়।