জিয়াউর রহমান বাকশাল ভেঙ্গে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন - ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫২ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:১৯ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, জিয়াউর রহমান বাকশাল ভেঙ্গে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি সেদিন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন না করলে আজকে রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুযোগ পেতেন না।
ওয়ারেছ আলী মামুন আরও বলেন, জিয়াউর রহমান সকল সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে কৃষি বিপ্লবের শুভ সূচনা করেছিলেন জিয়াউর রহমান। তিনিই সর্বপ্রথম কৃষিতে আধুনিক যন্ত্রপাতি আনাসহ সে সময় এক ফসলের দেশকে তিন ফসলের দেশে রুপান্তরিত করেছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে স্টেশন বাজার রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা, দোয়া ও অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে তিনি একথা বলেছেন। জামালপুর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।
আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে অসহায়, দুঃস্থ শীতার্তদের মাঝে ছয় শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।