বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ
আওয়ামী লীগের পায়ের নিচের মাটি সরে গেছে - ডা.শাহাদাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৮ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:১১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
শহীদ জিয়ার ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপির থেকে নগরীর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক ডাক্তার শাহাদাত ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর এর নেতৃত্বে নেতাকর্মীরা আজ বুধবার বেলা ১১ টায় উপস্থিত হয়ে মিছিল সহকারে বিপ্লব নামের পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় ডাক্তার শাহাদাত বলেন আওয়ামী লীগের পায়ের নিচের মাটি সরে গেছে, তারা এখন কোন উপায় না দেখে বিএনপি'র নেতাকর্মীদের উপর হামলা মামলায় চালিয়ে যাচ্ছে। বিএনপি'র নেতা-কর্মীরা যখন সারাদেশের ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নামতে শুরু করেছে তখন করোনার নাম দিয়ে সভা-সমাবেশ সমাগম নিষিদ্ধ করেছে। এটা বেশিদিন করা যাবেনা মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে।
তিনি বলেন,সাধারণ মানুষ আজ দিশেহারা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন বাড়ছে। সরকার এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছেন না।শীতকালের সবজির দিনেও সবজিতে আগুন। ৫০ টাকার নিচে কোন সবজি পাওয়া যাচ্ছে না। এখন আবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির জন্য সরকার পরিকল্পনা করছে।সরকার জন্মদিন মৃত্যুদিন পালন করে দেশের টাকা শেষ করে দিয়েছে। নেতাকর্মীরা লুটপাট করে সব টাকা বিদেশে পাচার করেছে।তিনি জনগণের উদ্দেশ্যে বলেন এখন আর বসে থাকার সময় নেই রাজপথে নামুন। লুটেরা, ভোটচোর গণতন্ত্রের নামে একদলীয় বাকশাল সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন।
শহীদ জিয়ার ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপির এ কর্মসুচীতে আরো উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা এমএ আজিজ,এরশাদ উল্লাহ,নাজিমুর রহমান,ইয়াসিন চৌধুরী লিটন,কামরুল ইসলাম।