খালেদা জিয়া, মির্জা ফখরুল নজরুল ও জুয়েলের সুস্থতা কামনায় গফরগাঁও এবং পাগলায় দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৬ পিএম, ১৮ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৪৯ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বেগম খালেদা জিয়া, ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান ও জুয়েলের সুস্থতা কামনায় গফরগাঁও এবং পাগলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
আজ রোজ মঙ্গলবার বাদ আসর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রী রাহাত আরা বেগম, জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল ও তাঁর মেয়ে জাহিয়া, জাইফাসহ অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুসহ অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনা এবং জালিমের জুলুম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়।
পাগলা থানার সৈয়দপাড়া জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি নেতা আবু সাঈদ মাস্টার, আতিকুল ইসলাম বাবুল, বজলুর রহমান, শেখ মোঃ ইছমত, শামছুল হক, হেলাল উদ্দিন সরকার, আবুল কালাম মেম্বার, আব্দুল হাই মেম্বার, মোঃ রফিকুল ইসলাম, ফরিদ খান, আবুল কালাম, মোঃ কাজল মিয়া, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাবের আল মামুন সুজন, মোঃ সেলিম মিয়া, মনিরুজ্জামান মনির, উজ্জল আহমেদ পাপ্পু, স্বেচ্ছাসেবক দল নেতা মঈনুল হোসেন রুবেল ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রুবেল, সিরাজুল ইসলাম স্বপন, আবদুল্লাহ রিপন, শেখ হাসানুর রহমান রিয়াজ, ইবনে আজাহার মাহমুদ, মোঃ বাবুল চৌধুরী, মেহেদী হাসান রাসেল, হাবিবুল্লাহ হাবিব, মোঃ লতিফ, মোঃ সোহাগ মিয়া, মোঃ রানা মিয়া, হাকিম মিয়া, ইবনে আজাদ কল্লোল, মেহেদী হাসান সানি, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ইয়াসিন খান, মোঃ হারুন মিয়া, নাজমুল আবেদিন কা্ঞ্চন, জিয়াউল হক স্বপন মেম্বার, রাসেল চৌধুরী, মোহাইমিনুল ইসলাম জনি, মোঃ চন্দন সরকার, মাহমুদুল হাসান, সফিকুল ইসলাম, মিজানুর রহমান সোহেল, বোরহান খান, মোঃ মোস্তফা, তাঁতী দল নেতা শামছুল আলম ফুল মিয়া, কায়সার উদ্দিন, রতন শেখ, তাফাজ্জল হোসেন, পাগলা থানা জাসাসের আহ্বায়ক রেজাউল হক সিদ্দিকী খোকন, পাগলা থানা মৎস্যজীবি দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফালান মিয়া, আক্তার হোসেন, শামছুল আলম, মোঃ বাদল মিয়া, পাগলা থানা ছাত্রদলের সদস্য সচিব সুখেন আকন্দ, যুগ্ম আহ্বায়ক আবু সায়েম ফরহাদ, আবু নাঈম আরাফাত, মমিনুল ইসলাম, সাইদুল ইসলাম, গফরগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজাহারুল ইসলাম, এবিএম নাঈম পাপেল, হাফিজুল ইসলাম, সদস্য ইশতিয়াক আহমেদ, গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিহাব হাসান, ছাত্রদল নেতা মোঃ নবী হোসেন রবী, খালিদ হাসান মাসুম, আবুল কালাম জনি, সাইফুল ইসলাম শান্ত, অলি আহম্মেদ, আশিকুল ইসলাম আসিফ, আজাহারুল ইসলাম হৃদয়, আসাদ মিয়া, আরিফ সরকার, সালমান আহমেদ, হিমেল মিয়া, মোঃ সানি মিয়াসহ গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।