গণতন্ত্রের ভাষা হারিয়ে এ সরকার এখন দিশেহারা - খায়রুল কবির খোকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৫ পিএম, ১৭ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৫৩ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নরসিংদী জেলা শাখা আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা শাখার সভাপতি খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস।
বিশেষ অতিথি ছিলেন, একই সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি নূরজাহান মাহবুব, প্রকাশনা সম্পাদক মার্জিনা আফসার, মানব উন্নয়ন সম্পাদক খন্দকার ফারহানা ইয়াছমিন আতিকা, ত্রাণ সম্পাদক আনোয়ারা বেগম। বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সাবেক সাংসদ (মহিলা) রোকেয়া আহমেদ লাকী, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, এসময় উস্থিত ছিলেন,ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় খায়রুল কবির খোকন বলেন, এ সরকার গণতন্ত্র, ভোট অধিকার হরণ করেছে। গণতন্ত্র ধ্বংস করেছে। এ অবস্থা সৃষ্টি করে বর্তমানে গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে। এ সরকারের আর সময় নেই। তাদের পায়ের নিচে মাটি নেই। তাই এখন সরকার আবুল তাবুল বকছে। জনগনের উপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। গণতন্ত্রের ভাষা হারিয়ে এ সরকার এখন দিশেহারা।