সাবেক ছাত্রনেতা জিন্নাহর রুহের মাগফিরাত কামনায় রাবি ছাত্রদলের দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪১ পিএম, ১৬ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৫৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সিনিয়র সহ সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডেপুটি রেজিস্ট্রার মরহুম আমিনুর রশিদ জিন্নাহর রুহের মাগফিরাত কামনায় রাবি ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বাদ আসর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইট সংলগ্ন এক কনভেনশন সেন্টারে এ দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল ও স্মরণসভায় উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এবং জাতীয়তাবাদী তাতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল্লাহ, রাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম রেজা, রাবি ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জাকিরুল ইসলাম, রোকনুজ্জামান মামুন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক মৌসুমী নাসরিন এবং নবাব আব্দুল লতিফ হল শাখার সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড.জাহাঙ্গীর হোসেন বাবু।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক সরদার জহুরুল, মেহেদী হাসান খান, আহসান হাবীব, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, শামস দ্বীপ্ত, এম এ তাহের রহমান। আহবায়ক সদস্য ফারুক হোসেন, নাফিউল ইসলাম জীবন, শেখ নুরুদ্দীন আবির, তুষার শেখ, সৌমেন রায়, জাকির রেদোয়ান সাবেক সদস্য শেখ আরিফুজ্জামান লিপু। কর্মী রাকিবুল হাসান রাফি, আবু জুয়েল প্রমুখ৷
এছাড়া আরো উপস্থিত ছিলেন মাইনুল ইসলাম মিন্টু, যুগ্ম আহবায়ক মতিহার দক্ষিন থানা যুবদল, পিয়ারুল ইসলাম পিয়াল সদস্য সচিব মতিহার দক্ষিন থানা ছাত্রদল, মোঃ ওয়াদুদ, সভাপতি সাংগঠনিক ৩১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল প্রমুখ।
উল্লেখ্য, বিগত ৪জানুয়ারি রাবি ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুর রশিদ জিন্নাহ স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।