নাসিক নির্বাচন : প্রাপ্ত কেন্দ্র-১৫০, আইভীর ভোট ১২৬৯৯৫ তৈমুরের ৭২৩৭৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৩ পিএম, ১৬ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০১:৩৭ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে। চলছে ভোট গণনা। ১৯২টি কেন্দ্রের মধ্যে বেসরকারীভাবে প্রাপ্ত ১৫০ ট কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা পেয়েছে ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট। হাতি পেয়েছে ৭২ হাজার ৩৭৩ ভোট।
আজ রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৫০ ভাগ ভোট কাস্ট হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে। মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ১৭ হাজার ৫৭ ভোট। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেন্দ্রের ফলাফল আসছে।