নাসিক নির্বাচন : ১০০ কেন্দ্রে আইভীর ভোট ৮২,৩২৬, তৈমুরের ৪৯,২৩১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৭ পিএম, ১৬ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৪২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।
আজ রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ।
ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। এতে দেখা যাচ্ছে। এতে দেখা যাচ্ছে, ১৯২ কেন্দ্রের মধ্যে মোট ১০০ কেন্দ্রের ফলাফলে নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৮২,৩২৬ ভোট। আর হাতি প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৪৯,২৩১ ভোট। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেন্দ্রের ফলাফল আসছে।