ডা. শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর ও আবু সুফিয়ানসহ ২৩ বিএনপি নেতার আগাম জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৭ পিএম, ১৬ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৬:৩৬ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
গত ৫ জানুয়ারী২২ইং গণতন্ত্র হত্যা দিবসে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কেন্দ্রঘোষিত মহানগর বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন কালে বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৩ নেতা।
আজ রবিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিম'র সমন্বয়ে গঠিত দৈত বেঞ্চ এই আদেশ দেন।
আগাম জামিন প্রাপ্ত অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াসিন চৌধুরী লিটন, ইস্কান্দর মির্জা, শাহ আলম, আব্দুল মান্নান, সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ, এম, রাশেদ খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদ, দক্ষিন জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল আলম শহীদ, চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মো: আলী সাকি, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রায়হান আলম, যুবদনেতা মোঃ কফিল উদ্দিন প্রমূখ।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার মীর মো. নাছির উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এড. আবদুল মান্নান, এড. মজিবুর রহমান।
উল্লেখ্য গত ৫ জানুয়ারী ২২ইং গণতন্ত্র হত্যা দিবসে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কেন্দ্রঘোষিত মহানগর বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন কালে পুলিশ বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে অসংখ্য নেতাকর্মীদের আহত করে উল্টা ৪৯ জনকে গ্রেফতার ও ২৬ জন বিএনপি নেতাকর্মীকে এজাহারভূক্ত করে সর্বমোট ৭৫ জনকে আসামি করে নাশকতার অভিযোগে সিএমপির কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করে।