ফেনী আইনজীবী সমিতির নির্বাচন, বিএনপি সমর্থিত পরিষদের নিরঙ্কুশ বিজয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৫ এএম, ১৬ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৪:১৭ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফেনী জেলা আইনজীবী সমিতির ২০২২ সনের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ১৫ পদের মধ্যে ১০ পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ৪ পদে ও ১ পদে আইনজীবী অধিকার রক্ষা পরিষদ জয় লাভ করেছে।
নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি পদে এড. নুরুল ইসলাম ১৭৬ ভোট (সমমনা), সহ-সভাপতি পদে মোঃ জুলফিকার (বকুল) ১৫৮ ভোট (সমমনা) ও মোঃ গোলাম মহিউদ্দিন ১৫৯ ভোট (সম্মিলিত), সাধারণ সম্পাদক পদে মোঃ গিয়াস উদ্দিন ১৬২ ভোট (সম্মিলিত), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মঈনুল হোসেন (মজনু) ১৫৬ ভোট (সমমনা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজাউল করিম (তুহিন) ১৬৫ ভোট (সমমনা), অডিটর পদে কাজী মোঃ আলা উদ্দিন ভূঁঞা ১৭৭ ভোট (সম্মিলিত), অর্থ সম্পাদক পদে নুরুল আনোয়ার ভুঁইয়া ১৫৬ ভোট (সমমনা),
লাইব্রেরী সম্পাদক পদে মোহাম্মদ হেদায়েত উল্লাহ ভূঞা ১৫৯ ভোট (সমমনা) পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে জয়ী হয়েছেন নাছির উদ্দিন মিয়াজী (সম্মিলিত),মোহাম্মদ মোশাররফ হোসেন খন্দকার (সমমনা), প্রিন্স মাহমুদ চৌধুরী (সমমনা), ইয়াছিন আরাফাত (তারেক) (সমমনা), মহিব উল্লাহ খান (সমমনা), শাহ মোহাম্মদ কায়কোবাদ (সাগর) (অধিকার রক্ষা পরিষদ) নির্বাচিত হয়েছে।
এবারে মোট ভোটার ছিল ৩২৫ জন। তার মধ্যে ভোট প্রদান করেছেন ৩১৯ জন।