আলহাজ কুলসুম কাসেম এর মৃত্যুতে কেন্দ্রীয় যুবদলের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৪ এএম, ১৬ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৭:২৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ প্রচার সম্পাদক, বরিশাল জেলা (উত্তর) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এর মাতা আলহাজ্ব কুলসুম কাসেম (৯৭) গতরাত ৮-৫০ এর সময় বরিশাল জেলাধীন গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করছেন। “ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন”।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এক শোক বার্তায় যুবদলের সাবেক নেতা আকন কুদ্দুস এর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা আকন কুদ্দুসুর রহমানের মাতা আলহাজ্ব কুলসুম কাসেম এর মৃত্যুতে তার পরিবারের মত আমরাও সম ব্যাথিত, আমরা মরহুমার বিদেহী আত্মার পরকালে জান্নাত কামনা করছি এবং তার রেখে যাওয়া শোক সন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন, গুনগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।