ফেনীর ফরহাদ নগরে আগুনে পুড়ে যাওয়া পাঁচ পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৬ পিএম, ১৫ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১১:১৮ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফেনী সদর উপজেলাধীন ফরহাদ নগর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ ও টিন সহায়তা প্রদান করা হয়েছে।
উক্ত ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার বাবুল, জেলা কৃষক দলের সভাপতি আলমগীর চৌধুরী, ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন কমান্ডার, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজি, সাধারণ সম্পাদক একরামুল হক একরাম, সিনিয়র সহ সভাপতি মাহবুবুল হক জসিম, সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল হালিম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, বিএনপি গণমানুষের রাজনীতি করে তাই মানুষের বিপদে-আপদে বিএনপিই মানুষের পাশে দাঁড়ায়। তিনি ফেনীর ফরহাদ নগরের অসহায় এ পরিবার গুলোকে সহায়তা প্রদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সকলের দোয়া কামনা করেছেন।