বগুড়ায় অসুস্থ বিএনপি নেতার পাশে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৫ পিএম, ১৪ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:৪৪ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ধুনট উপজেলা বিএনপি'র আহবায়ক অসুস্থ আব্দুল মতিন মন্ডল কে হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ছুটে যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন।
বগুড়া জেলার অন্তর্গত ধুনট উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল মতিন মন্ডল দীর্ঘ তিন মাস যাবত গুরুতর অসুস্থ। বর্তমান ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় আছেন ঊনার জন্ম এবং বেড়ে ওঠা উপজেলা অদূরে কালেরপাড়া গ্রামে উনি বিএনপি'র জাগো দল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতি শুরু করেছেন দীর্ঘ ৩০ বছর যাবত ধনুট উপজেলা বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি সংগঠনটা অত্যন্ত সুদৃঢ় ভাবে প্রতিষ্ঠা করতে নিরলসভাবে চেষ্টা করেছেন বর্তমান তিনি উপজেলা বিএনপি'র আহবায়ক এর দায়িত্ব পালন করছেন ওনার মেরুদণ্ডসহ ব্রেন জটিলতা রয়েছে এছাড়া দীর্ঘদিন যাবত হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম মাহমুদুল হাসান রনি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এস এম রাবিদ হাসান, মশিউর রহমান মহান, শারিফুল ইসলাম, মিনার হোসেন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল হাসান রায়হান সহ আরো অনেকে।