শ্রীপুরে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১১ পিএম, ১৪ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:১৬ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
গাজীপুরের শ্রীপুরে আজ শুক্রবার বাদ আছর তেলিহাটি ইউনিয়নে আনসার টেপির বাড়ি এলাকায় উপজেলা ওলামা দলের আয়োজনে” শ্রীপুর উপজেলা উলামা দলের সভাপতি মাওলানা মুখলেছ উদ্দিন কফিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী নজরুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর সহধর্মিনীর রোগ মুক্তি কামনায় আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস. এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ওলামা দলের আহবায়ক ক্বারী সিরাজুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মশিউর রহমান খাঁন টিটু, উপজেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আলম হোসেন ভুইয়া, জেলা মৎস দলের সদস্য সচিব ফারুক ভুইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীবুল বেপারী, উপজেলা যুবদলের সদস্য সচিব সজিব খান, যুগ্ম আহবায়ক সোহেল মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল করিম রিফাত মড়ল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন প্রধান, জেলা যুবদল নেতা রুকুনুজ্জামান রুকন, তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রাশিদুল ইসলাম নয়ন, ওলামা দলের নেতা মাওলানা জজ মিয়া, মাওলানা কেফায়েত উল্লাহ, আবেদ আলী, তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আতিক বন্ধকশী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পেয়ার আলী বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মাসুম আহমেদ, শ্রীপুর রহমত আলী বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসেন, ছাত্রদল নেতা মামুন ফরাজী, গোলজার মন্ডল, মাফুজ সরকার, মিথিন মিয়া, মোমেন মীর, তানভীর, সেলিম বন্ধুকশী, সিয়াম ভুইয়া, সহ- অন্যন্য নেতৃবৃন্দ।