জামালপুরে মির্জা ফখরুল ইসলাম ও তার সহধমির্নীর সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০২ পিএম, ১৪ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৫৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধমির্নী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাদের সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ শুক্রবার বাদ জুম্মা শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলপূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সহসভাপত্বি লিয়াকত আলী। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব প্রমূখ।
পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধমির্নীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।