সিরাজগঞ্জে আ'লীগ ও বিএনপির সংঘর্ষের পিস্তল হাতে যুবক গ্রেফতার : হাতবোমা ও খেলনা পিস্তল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১০ পিএম, ১৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৩২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গত ৩০ ডিসেম্বর সিরাজগঞ্জ শহরে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে পিস্তল প্রদর্শণকারী সেই ৩ যুবকের একজনকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে একটি প্লাস্টিকের খেলনা পিস্তল ও ৫টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়েছে। আটক সুমন খলিফা (২৪) শহরের কোলগয়লা মহল্লার মৃত শামসু খলিফার ছেলে।
গতকাল বুধবার গভীর রাতে শহরের মাছিমপুর পানির ট্যাংকির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিরাজগঞ্জ ডিবি পুলিশের এস,আই খোকন চন্দ্র সরকার জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমনকে আটক করার সময় তার কাছ থেকে একটি প্লাস্টিকের খেলনা পিস্তলটি উদ্ধার করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতেই দত্তবাড়ি হাজী আহম্মাদ আলী আলিয়া মাদ্রাসার একটি পরিত্যক্ত ছাত্রাবাস থেকে ৫টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
এস.আই খোকন জানান, সংঘর্ষের পর ভাইরাল হওয়া পিস্তলের সাথে উদ্ধারকৃত পিস্তলের মিল রয়েছে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষ বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শণ ও ত্রাস সৃষ্টির জন্য ওই খেলনা পিস্তলটি প্রদর্শণ করা হয়েছিল বলে আটক যুবলীগকর্মী সুমন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।
হাতবোমা উদ্ধারের ঘটনায় আটক সুমনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ইতিপূর্বেও তার নামে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন ও বিদেশে সুচিকিৎসার দাবীতে শহরের ইসলামিয়া সরকারী কলেজ মাঠে সমাবেশ করে বিএনপি। ওই সমাবেশে যাবার পথে সরকারী ডিগ্রি কলেজ সড়কে বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে আওয়ামীলীগের পক্ষে সংঘর্ষে লিপ্তদের মধ্যে ৩ যুবককে পিস্তল প্রদর্শণ করতে দেখা যায়। এ সংঘর্ষ একপর্যায়ে শহরের কয়েকটি পয়েন্টে ছড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এসব ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৩টি এবং আওয়ামীলীগকর্মী ও ছাত্রলীগ নেতারা আরও ৩টি মামলা দায়ের করেছেন। পুলিশ এ পর্যন্ত ৪জনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে আদালতে একটি মামলা করা হয়েছে। যা তদন্ত করছে পিবিআই।