কুষ্টিয়ায় বিএনপির সমাবেশ উপলক্ষে পেশাজীবী পরিষদ ও আইনজীবী ফোরামের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৯ পিএম, ১৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:০৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ১৫ ই জানুয়ারি কুষ্টিয়ার সমাবেশ উপলক্ষে বিএনপি সমর্থিত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কুষ্টিয়া জেলা বিএনপি কর্তৃক প্রকাশিত লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ জোহর কুষ্টিয়া পৌর বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু'র নেতৃত্বে এই লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, এ্যাড. হাফিজুর রহমান হীরা ও আবদুল্লাহ আল নোমান।
এদিকে দুপুর ৩.৩০ মিনিটে কুষ্টিয়া জর্জ কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুল ইসলাম মুনির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. শামিম উল হাসান অপু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. বুলবুল আহমেদ লিটন, এ্যাড. নুরুল ইসলাম, এ্যাড. এ জে মাহমুদ মন্টু, এ্যাড. রোকোনুজ্জামান সাজু, এ্যাড. হাফিজুর রহমান হীরা, এ্যাড. মজিদ মোল্লা, এ্যাড. আব্দুল হাসিম বাদশা ও শিক্ষানবীশ আইনজীবী বকুল আলী প্রমুখ।