ফরিদপুরে বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ও বাবুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৬ পিএম, ১৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৩০ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও করোনা আক্রান্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার পরিবার এবং গতকাল (১২জানুয়ারী) সড়ক দুর্ঘটনায় আহত জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর দ্রুত সুস্থ্যতা কামনা করে আজ বৃহস্পতিবার শহরের চকবাজার জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কৃষকদল নেতা এ্যাডভোকেট মুহাম্মদ মামুন অর রশিদ এর আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আজম খান, সাবেক দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার খায়রুল আনাম, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এ কে কিবরিয়া স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক গোলাম রব্বানী ভুইয়া রতন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মুরাদ হোসেন, সাবেক সহ-সভাপতি ভিপি সেলিম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস, জেলা কৃষক দলের যুগ্ন-সাধারন সম্পাদক সাহিদুর রহমান সাহিদ, কৃষকদল নেতা জাহিদ, রিংকুসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার পরিবার এবং শহিদুল ইসলাম বাবুলের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।