ভোটের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে - শাহ্ ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৬ পিএম, ১৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:০৪ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্রকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকার। মানুষ জীবন বাজী রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, তারা স্বপ্ন দেখেছিল স্বাধীন বাংলাদেশের মালিক হবে জনগণ। আজকে সেই মালিকানা জনগণের কাছে নেই। কারন বাংলাদেশের মানুষের সেই মালিকানার জায়গাটি হচ্ছে মানুষের ভোট, ভোটের অধিকার। আজকে সেই ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বর্তমান সরকার আজ দেশের সরকার নয়, আওয়ামী লীগের দলীয় সরকারে পরিণত হয়েছে। তিনি আগামী দিনে খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পাঁচ রাস্তা মোড়ে সরদারপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির অংশ হিসেবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস জামালপুর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন আরও বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্ত এবং ২ লক্ষ মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে জাতির সব চেয়ে বড় অর্জন যে স্বাধীনতা, আজ সে স্বাধীনতা প্রশ্ন বিদ্ধ হয়েছে। স্বাধীনতার ৫০ বছরে দাড়িয়ে আজ যদি কাউকে জিজ্ঞেস করা হয় স্বাধীনভাবে আমরা কেউ কথা বলতে পারছি কিনা, নিজেদের মতামত ব্যক্ত করতে পারি কিনা সবাই এক সুরে বলবে, না।
জামালপুর জেলা জাসাসের সাবেক সভাপতি রেজভী আল জামালী রনজুর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম জুলহাসের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। কর্মী সম্মেলনের উদ্বোধন করেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্মআহবায়ক ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির টিম প্রধান কণ্ঠশিল্পী হাসান চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্মআহবায়ক শরিফ মাহমুদুল হক সঞ্চয়, সদস্য শাহ্ মো. বিল্লাল হোসেন, অধ্যক্ষ আশরাফ হোসেন শাহিন, শামসুল হোসাইন, সায়মন তারিক ও শামীম মন্ডল।