ছাত্রদল শরীয়তপুর জেলা কমিটি বিলুপ্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৪ পিএম, ১৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:২২ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, বিদ্যমান শরীয়তপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ছাত্রদল কেন্দ্রীয় সহ দপ্তর আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলুপ্ত ইউনিট সমূহকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনা মতে, ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার অভিপ্রায়ে আগামী ৩১-০১-২০২২ ইং তারিখের মধ্যে তৃণমূলের নেতা-কর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণে উক্ত ইউনিটের নতুন আহবায়ক কমিটি পুনর্গঠন করা হবে।
এতে আরও বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজ এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।