বিধি নিষেধ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত - প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৩ পিএম, ১২ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৫৯ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
সরকারের জারি করা বিধি নিষেধ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, বিধি নিষেধ মেনে যদি স্কুল-কলেজ ও হাট-বাজার চলতে পারে, তবে কেন উন্মোক্ত স্থানে সভা-সমাবেশ চলবে না। মূলত দেশের রাজনীতিকে দু:শাসনের শৃংখলে নিয়ন্ত্রণ রাখার জন্য এই বিধি নিষেধ জারি করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত অযৌক্তিক। এটা সরকারের দমন নিপিড়নের দৃষ্টান্ত।
আজ বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির কার্যালয়ে পৃথক পৃথক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি দাবিতে আগামী ২২ জানুয়ারি ময়মনসিংহ দক্ষিণ এবং ২৪ জানুয়ারি উত্তর জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভা করে বিএনপি।
এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতা প্রিন্স আরও বলেন, মনে রাখতে হবে এই সমাবেশ শুধুমাত্র বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ নয়, এটা দু:শাসন ও গনতন্ত্রের মুক্তির সমাবেশ। জীবনবাজী রেখে হলেও এই সমাবেশ সফল করতে হবে।
এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমি শাহ শহীদ সারোয়ার, শাহ নূরুল কবীর শাহীন, আবুল বাসার আকন্দ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহমেদ তায়েবুর রহমান হিরন, বিএনপি নেতা এড. নূরুল হক, কামরুজ্জামান লিটন, উত্তর যুবদল সভাপতি ভিপি শামছু, সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে একই ইস্যুতে অনুষ্ঠিত দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহাবুবুর রহমান লিটন। এতেও বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন।
এ সময় সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক অধ্যাপক শেখ আমজাদ আলী, আলগীর মাহমুদ আলম, জেলা যুবদল সভাপতি রুকনুজ্জামান রুকন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দল সভাপতি শহীদুল আমীন খসরু, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।