বেগম খালেদা জিয়ার কিছু হলে আওয়ামীলীগের অস্তিত্ব থাকবে না - মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০১ পিএম, ১২ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৩৬ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সু চিকিৎসার আভাবে কিছু হলে আওয়ামীলীগের অস্তিত্ব থাকবেনা।
আজ বুধবার বিকালে রংপুর এর গঙ্গাচড়া উপজেলার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, সারা দেশের ন্যায় রংপুরের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। আমরা আয়ুবী আমলের মত এখন ১৪৪ ধারা ভেঙ্গে বেগম জিয়াকে মুক্ত করবো ইনশাআল্লাহ। আপনারা যত বাধা দিবেন বেগম জিয়ার মুক্তি আন্দোলন ততো বেগবান হবে।আন্দোলন থামাতে এখন সভা সমাবেশে করোনার বিধি নিষেধ জারী করা হচ্ছে। অথচ বাণিজ্যমেলা, নির্বাচন, হাট বাজার অফিস আদলত সব চলছে। এক দেশে দুই আইন চলতে পারেনা। আমাদের আন্দোলন চলবে এই আন্দোলন আর থামবেনা।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে সমাবেশ প্রধান বক্তার বক্তব্যে যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেছেন, এই সরকারের দিন শেষ। এখন সব ফয়সালা হবে রাজপথে। সারাদেশের ন্যায় রংপুরের জনতা জেগে উঠেছে। রংপুরের রাজনৈতিক অঙ্গন এখন বিএনপি‘র দখলে। আওয়মীলীগের মসনদে কাপন ধরেছে। এরা পালাবার পথ খুজছে। নতুন নির্বাচন নিয়ে ধানাই পানাই বাদ দিন। এখনো সময় আছে তত্বাবধায়ক সরকার গঠন করে ক্ষমতা ছেড়ে দিন। তারা নির্বাচন কমিশন গঠন করবে। নইলে জনগন আপনাদের টেনে হিচড়ে মসনদ থেকে ছিটকে ফেলে দিবে। বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর যদি আইন না থাকে তাহলে আইন তৈরী করুন। দ্রুত তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠান।নইলে পালাবারও পথ পাবেন না।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আমদের নেত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ্য তার সু চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো দরকার। এই সরকার আইনের অপব্যাখ্যা দিয়ে নেত্রীকে বিদেশ যেতে দিচ্ছে না। রাজপথেই আন্দোলন করে আমাদের দাবী আদায় করতে হবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। কার্ফিউ দিয়েও জনগণকে আর দাবীয়ে রাখা যাবে না।
রংপুর জেলা বিএনপি‘র সভাপতি সাইফুল ইসরামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি‘র সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, দিনাজপুর পৌর সভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, স্বেচ্ছাবেবক দলের সহ সভাপতি অধ্যাপক ইমতিয়াজ আহম্মেদ বকুল, কৃষক দল যুগ্ম আহ্বায়ক মামুদা হাবিবা, ছাত্রদলের সহ সভাপতি মামুন খান, রংপুর জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক রইচ আহম্মেদের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপি‘র সিনিয়র সহ সভাপতি সামসুজ্জামান সামু, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মিজু, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, সাধরণ সম্পাদক সামসুল হক ঝন্টু, মহানগর যুবদল সভাপতি মাহাফুজ উন নবী ডন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, মহানগর মহিলা দল সভাপতি এডভোকেট রেজেকা সুলতান ফেন্সি, সাধারন সম্পাদক আরজানা বেগম, ওলামা দল সভাপতি এনামুল হক মাজেদী, স্বেচ্ছাসেবক দল সভাপতি রাশেদুন্নবী বিপ্লব, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সাধারণ সম্পাদক শরিফ নেওয়াজ জোহা প্রমূখ।