ফেনীতে মহিলা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১০ পিএম, ১২ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:২৭ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে ১৫ জানুয়ারী ফেনী জেলা বিএনপির আহুত সমাবেশ সফল করার লক্ষ্যে ফেনী জেলা মহিলাদলের প্রস্তুতি সভা আজ বুধবার ফেনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা মহিলা দলের সদ্য সাবেক সিনিয়র-সহ সভাপতি এবং কেন্দ্রীয় মহিলাদলের সদস্য জান্নাতুল ফেরদৌস মিতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদ্য সাবেক জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোকসানা আক্তার।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর মহিলা দলের সাধারন সম্পাদক সাহেনা আক্তার সাথী,সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু তপন কর,সমন্বয়ক ইন্জিনিয়ার সাইফুর রহমান,সদস্য কাজী কামরুল আহসান,সদস্য শাহেনা আক্তার পারুল,১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সাহাবউদ্দীন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকলিমা আক্তার, সোনাগাজী উপজেলা মহিলাদলের দপ্তর সম্পাদক জেসমিন আক্তার,পাখী মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা যেকোন মূল্যে ১৫ তারিখের সমাবেশ সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।