স্ত্রী রাহাত আরা বেগমসহ মির্জা ফখরুল করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৫ পিএম, ১১ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৫০ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, প্রথমে বিএনপি মহাসচিবের সহধর্মীনি করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। পরে মির্জা ফখরুলের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
মহাসচিবের পরিবারের পক্ষ থেকে তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করা হয়েছে।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিবের স্বাস্থ্যের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন নিশ্চিত করেছেন শায়রুল কবির খান।