বগুড়ায় গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৯ এএম, ১১ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:১৫ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বগুড়ায় প্রতিপক্ষের গুলিতে আহত জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ (২৮) মারা গেছেন।
গতকাল সোমবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাজমুল হাসান অরেঞ্জ শহরের মালগ্রাম ডাবতলা এলাকার রেজাউল করিমের ছেলে এবং স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে। এছাড়া অরেঞ্জ মারা যাওয়ার পর এলাকায় টহল বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি রাতে বগুড়া শহরের মালগ্রাম এলাকায় অরেঞ্জ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আপেলকে গুলি করা হয়। এ ঘটনায় অরেঞ্জের স্ত্রী স্বর্ণালি আক্তার ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা করেছেন।