চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভা
বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে জনগণ কোন বাঁধা মানবে না - শামীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৫ পিএম, ১০ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১০:২২ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সারাদেশে বিএনপির জনসভাগুলো জনসমুদ্রে পরিণত হচ্ছে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনগণের এই শ্রোত আওয়ামী সরকারের কাছে আতঙ্কের কারণ হয়ে দাড়িয়েছে। এই সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে এখন জনগণের সমাবেশেগুলো বানচাল করার জন্য ১৪৪ ধারা জারি করে জনমতকে দমিয়ে রাখতে চাই। কিন্তু এদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে মুক্তির প্রশ্নে কোন ধারা কোন বাঁধা মানবে না। জনস্রােতের কাছে কোনো বাঁধায় টিকে থাকতে পারবে না। খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে জীবন দেওয়ার জন্য এই দেশের মানুষ প্রস্তুত রয়েছে। আগামী ১২ জানুয়ারি দক্ষিণ জেলা বিএনপির জনসভা জনসমুদ্রে পরিণত হবে। কোন বাঁধায় এ সমাবেশ আটকাতে পারবে না, যে কোনো মূল্যে এই সমাবেশ সফল করতে হবে।
আজ সোমবার নগরীর দোস্থ বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আগামী ১২ জানুয়ারি কেন্দ্র ঘোষিত মহাসমাবেশ সফল করার লক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের প্রতীক। আজকে বেগম খালেদা জিয়াকে আওয়ামী সরকার সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বিদেশে উন্নত চিকিৎসার জন্য না পাঠিয়ে তালবাহানা করছে। এই বীর চট্টগ্রামের মানুষ সরকারের এই অমানবিক আচরণের জবাব দিতে সদাপ্রস্তুত রয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব মোস্তাক আহমদ খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন।
এতে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম, মোশাররফ হোসেন, এম মনজুর উদ্দীন চৌধুরী, মুজিবুর রহমান চেয়ারম্যান, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দীন, হুমায়ুন কবির চৌধুরী আনছার, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, মোজাম্মেল হক ভিপি, বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক মো. লোকমান, সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, বোয়ালখালী উপজেলার আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, কর্ণফুলী উপজেলার সদস্য সচিব হাজী মো. ওসমান, চন্দনাইশ উপজেলার সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল, লোহাগাড়া উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক এড. আবু তাহের, বোয়ালখালী পৌরসভার আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, সদস্য সচিব ইউসুফ চৌধুরী, বাঁশখালী পৌরসভার আহবায়ক রাসেল ইকবাল মিয়া, সদস্য সচিব খোরশেদুল আলম আইয়ুব, পটিয়া পৌরসভার সদস্য সচিব গাজী আবু তাহের, চন্দনাইশ পৌরসভার আহবায়ক মাহমুদুর রহমান, সদস্য সচিব মাহবুবুল আলম চৌধুরী, দোহাজারী পৌরসভার আহবায়ক নুর মোহাম্মদ, দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক সৈয়দ সাইফুদ্দীন, সদস্য সচিব মঈনুল হক পলাশ, মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম রিকু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো, মহসিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেলিনা আকতার প্রমুখ।