রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা-প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয় : হাসান সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৭ পিএম, ১০ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৬:২৫ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। আমরা কেউ হিংসাত্মক মনোভাব পোষণ করব না। মানুষের কল্যাণের কথা চিন্তা করেই কাজ করতে হবে। তিনি বলেন, রাজনীতিকে কেউ ব্যবসা হিসেবে নেবেন না। রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে নিতে চান তারা রাজনীতি নয় বরং জমির ব্যবসা করলে ভালো হবে।
আজ সোমবার (১০ জানুয়ারি) দুপুরে টঙ্গীর বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাবেক মন্ত্রী, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম, এ মান্নানের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার ও সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন।
গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর সভাপতিত্বে ও মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গাজীপুর মহানগর বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক শওকত হোসেন সরকার, মীর হালীমুজ্জামান ননী, সৈয়দ আক্তারুজ্জামান, আহমেদ আলী রুশদি, মাহবুবুল আলম শুক্কুর, হান্নান মিয়া হান্নু, আব্দুস সালাম শামীম, রাশেদুল ইসলাম কিরণ, হুমায়ুন কবীর রাজু, বসির আহমেদ বাচ্চু, সাইফুল ইসলাম টুটুল, মোফাজ্জাল হোসেন চেয়ারম্যান, রবিউল ইসলাম রবি, সাজ্জাদুর রহমান মামুন, শেখ মোহাম্মদ আলেক, সাবেক কমিশনার আবুল হোসেন, আজিজুল হক রাজু মাস্টার, সাজেদুল ইসলাম, আতাউর রহমান আতিক, শেখ মোহাম্মদ সুমন প্রমুখ।
শেষে অধ্যাপক এম, এ মান্নানের আশু রোগমুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা কামরুজ্জামান। এসময় দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায়ও বিশেষ দোয়া করা হয়।