সংবাদ সম্মেলনে তৈমুর
আ’লীগ প্রার্থী এতোটাই নড়বড়ে হয়ে গেছে পুলিশ দিয়ে তাদের নেতাদের মাঠে নামাতে হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৩ পিএম, ৯ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৪:০৫ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নাসিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, সরকারি দলের প্রার্থীর অবস্থান এতোটাই নড়বড়ে হয়ে গেছে পুলিশ প্রশাসনের লোকদিয়ে ভয়ভীতি ও সরকার দলীয় নেতাদের মাঠে নামাতে হচ্ছে। তার পক্ষে নির্বাচনী প্রচারনায় নামায় জাপা চেয়ারম্যান বাড়িতে বাড়িতে তল্লাশী চালানো হয়েছে। ২৭ ওয়ার্ডে আমার সমর্থক নির্বাচ পরিচালনা কমিটি নেতাদের পুলিশ ও গোয়েন্দা হয়রানি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। করোনাকালে মেয়রের কর্মকান্ড নিয়ে প্রশ্ন তোলেন তৈমুর। তিনি বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে সিটি কর্পোরেশনকে সিন্ডিকেট মুক্ত করবেন। জনবান্ধন নগরী গড়ে তোলবেন।
আজ রবিবার বিকেলে মাসদারের নিজ বাসভবনের মজলুম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তৈমুর বলেন, নৌকা প্রার্থী ১৮ বছর ধরে মেয়রের দায়িত্বে আছেন। তিনি জনগনকে দুর্ভোগ ছাড়া কিছুই দিতে পারেননি।
আওয়ামীলীগের প্রভারশালী এমপি শামীম ওসমানের পায়ে হাটেন-না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার । তিনি বলেছেন, শামীম ওসমান ও সেলিম ওসমান দুই ভাইয়ের হয়ে আমাকে নির্বাচনে অভিনয়ে নামতে হবেনা। গত ৫০ বছরে রাজনীতি করতে গিয়ে তৈমুরের ভীত অনেক শক্ত ও মজবুদ । সরকারি দলের নেতাদের বিভেদ বিভাজনেই নারায়ণগঞ্জের উন্নয়নের প্রধান অন্তরায় ।
আচরনবিধি লঙ্গনের অভিযোগ তুলে তৈমুর বলেন , সরকার দলীয় মেয়র প্রার্থী পক্ষে রাষ্টযন্ত্র কাজ করছে। তিনি শুরু থেকেই সেই সুবিধা নিয়ে আচরন বিধি ভঙ্গ করছেন। পদত্যাগি হওয়া সত্তে¦ দেহে রক্ষি পিএস সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে প্রচারনায় অংশ নিচ্ছেন।
তার হাতি প্রতিকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তার কর্মী সমর্থকদের পরোক্ষ ভাবে হুমকি দমিক দেয়া হচ্ছে। নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে জী হবে বলে সরকারি দলের মুখপাত্ররা ঘোষনা দিচ্ছে। যা নির্বাচন কমিশন ও জনগনকে প্রভাবিত করার সামিল। মেয়র প্রার্থী তার দলের এমপি জাপা দলের এমপিসহ তাকে জড়িয়ে শিষ্টাচার বহিভুত মন্তব্য করেছন।
তৈমুর আলম বলেন প্রশাসনের বর্তমান কর্মকান্ড নিয়ে প্রশ্ন তুলে বলেন, প্রশাসনেকে নিরপেক্ষ থাকবে হবে। প্রশাসরে কর্মকান্ডে সিটি নির্বাচনকে কুলষিত করা হলে প্রধানমন্ত্রী ভাবমুর্তি ক্ষুন্ন হবে।
এ সময় তৈমুর আলমের সাথে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের নেতা সাবেক আ’লীগের এমপি এস এম আকরাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারন সম্পাদক এ টি এম কামাল, জমাল উদ্দিন কালু ,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল প্রমুখ।