কামরাঙ্গীচর থানা বিএনপি'র ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৬ পিএম, ৯ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১১:৪৪ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
আজ রবিবার ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণস্থ কামরাঙ্গীচর থানার ৫৫, ৫৬, ও ৫৭ নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়। নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী ভবনে অনুষ্ঠিত এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব রফিকুল আলম মজনু।
সাংগঠনিক টীম-৫ এর প্রধান ও মহানগর যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মীসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন চেয়ারম্যান, সদস্য- হাজী আনোয়ার পারভেজ বাদল, হাজী শহীদুল ইসলাম বাবুল, নাদিয়া পাঠান পাপোনসহ মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় আবদুস সালম বলেন, 'সরকারের মাথা নষ্ট হয়ে গেছে, তারা জনতার উত্তাল ঢেউ দেখে বিভিন্ন স্থানে সমাবেশে বাধা সৃষ্টির লক্ষ্যে ১৪৪ ধারা জারী করেছে। কিন্তু বাঁধভাঙ্গা জন¯্রােত এই ১৪৪ ধারা ভেঙ্গে জনসমুদ্রে পরিণত হয়েছে। তিনি বলেন, অচিরেই এই জনসমুদ্র অবৈধ, অনৈতিক ও ভোটারবিহীন সরকারকে প্লাবিত করবে।
প্রধান বক্তা রফিকুল আলম মজনু মহানগর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল জুলুম-নির্যাতনের প্রতিরোধ করে সরকারকে সমুচিত জবাব দেয়ার আহ্বান জানান।