১৫ জানুয়ারি যেকোন মূল্যে ফেনীতে সমাবেশ করা হবে : শামীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০২ পিএম, ৯ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৩:২৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে আগামী ১৫ জানুয়ারীতে ফেনী জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল ৮ জানুয়ারি শনিবার বিকেলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক(চট্রগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সঞ্চালনা করেন সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব, মেজবাহ উদ্দিন ভূইয়া সহ সকল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ।
সভায় মাহবুবের রহমান শামীম বলেন, যেকোন মূল্যে ১৫ জানুয়ারি ফেনীতে সমাবেশ করতেই হবে। অনুমতি দেক বা না দেক সমাবেশ হবেই হবে।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিজ জেলা, এখানে পাঁচলক্ষ লোকের সমাবেশ ঘটাতে হবে। তিনি আরো বলেন, এখান থেকেই ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশ করা হয়েছে তাই ১৫ জানুয়ারি আবারও মহাসমাবেশের মধ্য দিয়ে বেগম জিয়ার মুক্তি আন্দোলন ত্বরানিত্ব করতে হবে।