খুলনা মহানগর বিএনপির আহবায়ক মনা’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৪ পিএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৩২ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
করোনায় আক্রান্ত খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা’র সুস্থতা কামনায় আজ শনিবার সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠণের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির আহবায়ক এ্যাড. জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার বিএনপির ১নং যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌর বিএনপির ১নং যুগ্ম আহবায়ক কাউন্সিলর এসএম ইমদাদুল হক, সেলিম রেজা লাকী, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ।
বক্তব্য রাখেন, আতাউর রহমান, আবু বক্কর সিদ্দিকী, যুবনেতা মোঃ আবুল হোসেন, আবু সালেহ মোঃ ইকবাল, আসাদুজ্জামান খোকন, সরদার তোফাজ্জেল হোসেন, আসাদুজ্জামান ময়না, আনোয়ারুর কাদির, মফিজুল ইসলাম টাকু, আবু মুসা, মোঃ হাবিবুর রহমান গাজী, মেছের আলী সানা, সাজ্জাদ আহম্মেদ মানিক, এসএম টুকু, রাজিব নেওয়াজ, ইউনুস মোল্লা, ইস্রাফিল আহম্মেদ, মোঃ কহিনুর, আমিনুর সরদার, হামিদ সরদার, তাসলিমুর রহমান, আব্দুল হাকিম, জিএম রহমত, ওবাইদুর রহমান ডালিম, আবু ইসহাক, নেপুর জোয়াদ্দার, সাদ্দাম হোসেন, আক্তার হোসেন, ইকরামুল গাজী, বাবুল গাজী, নুর মোহাম্মদ, আকরামুল হক, মোঃ ফেরদাউস, আবুল কালাম, মিনারুল ইসলাম, মোঃ মিঠুন, হাবিবুর মল্লিক, হাফিজুল গাজী, বাবুল গাজী, আফসার সানা, মনিরুল মোল্লা, মান্নান সরদার প্রমুখ।