ডেমরা থানা বিএনপি'র ৬৭ ও ৬৮ নং ওয়ার্ড বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৬ পিএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৫:২৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
তৃণমূল সংগঠন পূনর্গঠনের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সাংগঠনিক টীম সমূহ কাজ করে যাচ্ছে নিরলসভাবে। এরই অংশ হিসেবে আজ ৮ জানুয়ারি ২০২২, শনিবার বেলা ৩ টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র ডেমরা থানার ৬৭ ও ৬৮ নং ওয়ার্ড কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মহানগর বিএনপি কার্যালয় ভাসানী ভবনের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব জনাব রফিকুল আলম মজনু। সাংগঠনিক টীম-৮ এর প্রধান ও নগর যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সভাপতিত্বে কর্মীসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সদস্য ফরহাদ হোসেন, আকবর হোসেন ভূঁইয়া নান্টু, জুম্মন মিয়া চেয়ারম্যান, আব্দুল হাই পল্লব ও এ্যাড. মহিউদ্দীন চৌধুরীসহ মহানগর এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আমরা লড়াই শুরু করেছি। দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এবং মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্রের মুক্তির জন্য। এ লড়াইয়ে বিজয় ছাড়া আমাদের অন্যকোন বিকল্প নেই।
তিনি বলেন, এ লড়াইয়ে জয়ী হতে যদি বুকের তাজা রক্ত দিতে হয়, আমাদের প্রস্তুত থাকতে হবে। মজনু নেতাকর্মীদের হুশিয়ারী দিয়ে বলেন, আমরা কোন ভাইয়ের নয়, দেশনেত্রীর কর্মী হিসেবে এ দলে আমাদের দায়িত্ব পালন করে যাবো। আমাদের মনে রাখতে হবে- আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গেছেন 'ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়।'