মোরেলগঞ্জে অসচ্ছল পরিবারের মাঝে বিএনপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৮ পিএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪৩ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি'র উদ্যোগে এক হাজার অসচ্ছল পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৮ জানুয়ারি) বেলা ৯টায় আমতলা বাজার এলাকায় কম্বল বিতরণ করা হয়।
বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। কম্বল বিতরণী অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিকদার ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সামাদ, বিএনিপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, মিতউর রহমান বাচ্চুসহ যুবদল, কৃষক দল, ছাত্রদল, মহিলা দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।