বেগম খালেদা জিয়া ও বুলু’র মুক্তির দাবিতে পাঁচলাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২০ পিএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৫:১১ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সবুজ, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামীম আহমেদ এর মুক্তির দাবিতে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (৮ জানুয়ারি) মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশ পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আলম শফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খান। প্রধান বক্তরা বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া, এম. আবু বক্কর রাজু, সহ-সাধারণ সম্পাদক দিদার হোসেন, এম. এ মান্নান, মো: হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রুবেল, জহির ইসলাম, মো: বাকের হোসেন, জাকির হোসেন মিশু, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাসান উর রশিদ, সদস্য ফরহাদ আজাদ, মোহাম্মদ সেলিম, মো: কামাল, মোহাম্মদ রাজু, মো: বাবু, মামুন মাসুদ, মিছিলটি বিবির হাট থেকে আরম্ভ করে মুরাদপুর এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খান বলেন, এই অবৈধ সরকার বেগম জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। আমরা পরিষ্কার বলতে চাই- বেগম খালেদা জিয়াকে বিদেশে অনতিবিলম্বে সুচিকিৎসার ব্যবস্থা করুন। তা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে গদিচ্যুত করা হবে। দেশ পরিচালনায় এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। তারা মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে। আজকে সারা দেশে দ্রব্যমূল্য আকাশছোঁয়া। সরকার সব খেয়ে ফেলেছে, আছে শুধু খোসা। শেয়ারবাজার, ব্যাংক, শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান, মানুষের ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করছে। বিচার বিভাগ থেকে শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী, সচিবালয় সব জায়গায় দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় আন্দোলনরত বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে বিএনপির নেতাকর্মীরা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। অবিলম্বে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সবুজ, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামীম আহমেদ সহ কারাবন্ধী নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তি দিতে হবে।