বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকতে পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৬ পিএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৩:০০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সমাবেশে যাওয়ার পথে পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
আজ শনিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি নেত্রী রুমিন ফরহানা আশুগঞ্জের উজান-ভাটি হোটেলে পৌঁছালে পুলিশ আশুগঞ্জে ঢুকার মুখে বাধা দেয় তাকে। এসময় অন্য নেতারা ভৈরবে জান্নাত হোটেলের সামনে পুলিশের বাধার মুখে পড়েন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য উকিল আব্দুস সাত্তার, বিএনপি অর্থ বিষয়ক সম্পাদক প্রকৌশল খালিদ মাহমুদ শ্যামল উপস্থিত ছিলেন বলে জানা যায়।
পুলিশি বাধার সম্মুখীন হয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা তার ভ্যারিফাইড ফেইজবুকে একটি স্ট্যাটাস দেন।
রুমিন ফারহানা লেখেন, ‘এত ভয় বিএনপিকে? এত ভয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে? এই মুহূর্তে আছি ভৈরব সেতুতে। এই ছবির পুলিশরা আমার পথ আটকে দাঁড়িয়ে আছে ঘণ্টাখানেক হলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে জুলুম বন্ধ করে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়ার দাবিতে আজ জনসভার আয়োজন ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। গুণ্ডা সংগঠন ছাত্রলীগকে দিয়ে একই জায়গায় সমাবেশ আহ্বান করিয়ে ১৪৪ ধারা জারি করে আমাদের সমাবেশ পণ্ড করা হয়েছে। এখন এমনকি আমাদেরকে এলাকায়ও যেতে দিচ্ছে না। বুঝতে পারছি দেশের মানুষের প্রাণের সংগঠন বিএনপি যখন রাস্তায় নেমেছে তখন জুলুমবাজ সরকারের শরীরে কাঁপুনি ধরে গেছে। এসব করে ওরা প্রমাণ করছে বিএনপিকে, বেগম জিয়াকে কতটা ভয় পায়। পুলিশ বাহিনীকে বলতে চাই রাষ্ট্রের নাগরিকদের বেতনে আপনাদের পোষা হয় রাষ্ট্রের পুলিশ বাহিনী হবার জন্য, আওয়ামী লীগের গুন্ডা হবার জন্য নয়। জনগণের গণতান্ত্রিক অধিকারে বাধা দেবার কোন আইনী ম্যান্ডেট আপনাদের নেই। সংযত হন, সব কিছুর হিসাব রাখা হচ্ছে। হিসাব মিটিয়ে নেয়া হবে, খুব বেশি দেরি আর নেই।'
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, রুমিন ফারহানার সঙ্গে আমরা কথা বলছি। তার গাড়ি আটক করা হয়নি।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাইরে বিভিন্ন স্থানে সমাবেশ করার চেষ্টা করছে বিএনপি। কিন্তু কোথাও দলের নেতাকর্মীদের জড়ো হতে দিচ্ছে না পুলিশ।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়ার দাবিতে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশ ডাকে জেলা বিএনপি। একই সময় ছাত্রলীগও একই স্থানে ছাত্র সমাবেশ ডাকে। এরপর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ করে জেলা প্রশাসন। সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে ৫০০ পুলিশ মোতায়েন রয়েছে।