জামালপুরের তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা, ৬ পুলিশ আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৯ পিএম, ৭ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:২২ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক গ্রুপের লোকজন পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়েছে। এ ঘটনায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে তাদের। এতে তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ প্রায় ৬ জন পুলিশ আহত হন।
আজ শুক্রবার সকালে উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
প্রতক্ষদর্শীরা জানান, স্থানীয় এমপি ও সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে তার স্ত্রী ধানমন্ডি থানায় জিডি করার পর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের লোকজন গতকাল বৃহস্পতিবার রাতভর তারাকান্দি এলাকায় আতশবাজি করে। শুক্রবার সকালে যমুনা সার কারখানা এলাকায় আধিপত্য বিস্তার করতে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়। পুলিশ এতে বাধা দিলে তারা সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশ রফিক গ্রুপে যুক্ত হওয়া মোর্শেদকে আটক করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালায়। এসময় তদন্ত কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দিলে দেয়ালের উপর দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফসহ প্রায় ৬ জন পুলিশ আহত হন। আহত অন্য পুলিশ সদস্যরা হলেন, এসআই শফিউল আলম সোহাগ, এসআই সুলতান মাহমুদ, এএসআই মেহেদী হাসান, কনস্টেবল খোকনুজ্জামান ও সোলায়মান।
তবে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক জানান, এসব ঘটনার সাথে তার কোন সংশ্রিষ্টতা নেই, তাকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে।
জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ জানান, সারকারখানায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে মোঃ বিদ্যুৎ হোসেন (২০) এবং একই ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের দানেশ মন্ডলের ছেলে মোর্শেদ (৪০)। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।