প্রয়াত বিএনপির ভাইসচেয়ারম্যান আব্দুল মান্নানের ৮০ তম জন্মবার্ষিকীতে দোহার ও নবাবগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৬ পিএম, ৭ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:১৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
প্রাক্তন মন্ত্রী, সাবেক সংসদ সদস্য,বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান,আব্দুল মান্নান এর ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার আত্মার মাগফিরাত কামনায় নিজ এলাকা ঢাকার দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে দোহার উপজেলার নারিশা বেপারী বাড়ীর দারুল উলুম মাদ্রাসা ও নবাবগঞ্জ উপজেলার আন্ধারকোঠা মহিলা মাদ্রাসা ও বড় কাউনিয়াকান্দি এতিমখানা ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া বৃহস্পতিবার কোমরগঞ্জের মাদ্রাসা -ই- খাতামুন নাবীয়্যান (সাঃ) ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ভার্চুয়ালী অংশগ্রহণ করেন মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মেহনাজ মান্নান।
এসময়ে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর সদস্য রফিকুল ইসলাম রফিক, আব্দুল বাতেন,সোহেল বেপারী,পারভেজ বাবুল,মঈন খান তুষার,বোরহান,রাসেল, সোলায়মান বেপারী,পরশ,বাবু,আলাউদ্দিন, সুজন, মো. নুরু,রোস্তম ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
দোয়া ও মোনাজাত শেষে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।