ভেড়ামারায় শীতবস্ত্র বিতরণ করলেন বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০০ পিএম, ৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১৪ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ভেড়ামারায় আজ বৃহস্পতিবার নিজ বাসভবনে ২২০০ শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ভেড়ামারা মিরপুর উপজেলার অসহায় মেহনতী মানুষের একমাত্র আশ্রয় স্থল বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান কুষ্টিয়া জেলা বিএনপি'র সম্মানিত সদস্য আ,স,ম আব্দুল কুদ্দুস, ভেড়ামারা উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আনারুল হক চুন্নু, ভেড়ামারা পৌর বিএনপি'র সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান হাবু, ভেড়ামারা উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক রফিকুল ইসলাম মান্নান, ভেড়ামারা উপজেলা কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম মধুমোল্লা, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মিরপুর উপজেলা বিএনপি'র সম্মানিত সদস্য বকুল আলী, কুষ্টিয়া জেলা কৃষক দলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান হীরা, পৌর বিএনপি'র ১ নং ওয়ার্ডের সভাপতি ভোলা আহমেদ।
আরো উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা যুবদলের পক্ষ থেকে, ভেড়ামারা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ আহম্মেদ তপন, যুগ্ম-আহবায়ক এসএম ওয়ালীউল্লাহ, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, যুগ্ম-আহবায়ক রুমেন হোসেন, সম্মানিত সদস্য মিলন খান, সাবেক ছাত্র নেতা রবিউল ইসলাম রুবেল, নয়ন আলী, রিন্টু শেখ, আলামিন, বাদল, সাজু, আসলাম, নজরুল, কামাল উদ্দিন,আরজু, কুষ্টিয়া জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক আপাল মন্ডল, সুজন আলী, মাহাবুল আলমসহ স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।