চট্টগ্রামের বিএনপির মানববন্ধনে হামলার ঘটনায় ৭৫ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৯ পিএম, ৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৩৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
চট্টগ্রামের জামালখানে বিএনপির মানববন্ধন থেকে হামলার ঘটনায় ৭৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ঘটনাস্থল থেকে আটক ৪৯জনসহ বিএনপির আরও ২৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অভিযোগ আনা হয়েছে পুলিশি কাজে বাধা, সরকারি সম্পত্তি বিনষ্ট এবং পুলিশের ওপর হামলার।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নেজাম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নেজাম উদ্দীন বলেন, জামালখানে বিএনপির মানববন্ধন থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় ৭৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক আছেন ৪৯ জন। বাকি ২৬ জন পলাতক।
এরআগে জামালখান প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা বিএনপির আখ্যায়িত 'গণতন্ত্র হত্যা দিবস'দিবস উপলক্ষে মানববন্ধন পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৪৯ জনকে আটক করে।