বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি ৪১ জেলায় বিএনপির সমাবেশের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৪ পিএম, ৫ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০২:০৪ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা পর্যায়ে দ্বিতীয় ধাপে আরো ৪১ জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১২ জানুয়ারি থেকে পাঁচ দিন এই সমাবেশসমূহ হবে বিভিন্ন জেলায়।
আজ বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি গণমাধ্যমকে জানানো হয়।
আগামী ৮, ১২, ১৫, ১৭, ২২ ও ২৪ জানুয়ারি এই সমাবেশ হবে দলের ৪১টি সাংগঠনিক জেলায়। এগুলো হচ্ছে : ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী কুমিল্লা, রংপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, নীলফামারী, ফেনী, নওগাঁ, কুষ্টিয়া,ব্র্রাহ্মণবাড়িয়া, বরগুনা, শেরপুর, বাগেরহাট, রাঙ্গামাটি, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, নড়াইল, পিরোজপুর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, ময়মনসিংহ, ঝালকাঠি, মাগুরা, মাদারীপুর, বান্দরবন, মৌলিভীবাজার, পঞ্চগড়, নারায়ণগঞ্জ, চাঁদপুর, সাতক্ষীরা, সৈয়দপুর, শরীয়তপুর জেলা।
এর মধ্যে রাজশাহী মহানগর, রংপুর মহানগর, কুমিল্লা উত্তর-দক্ষিণ, বরিশাল দক্ষিণ ও উত্তর, খুলনা মহানগর, সিলেট মহানগর, ময়মনসিংহ দক্ষিণ ও চট্টগ্রাম উত্তর মহানগরের বাইরে সমাবেশ হবে। এসব সমাবেশে বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যরা সমন্বয় করে অংশ নেবেন।
বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গত ২২ ডিসেম্ব^র থেকে ৩০ ডিসেম্ব^র পর্যন্ত জেলা পর্যায়ের প্রথম ধাপে ২৩ জেলায় সমাবেশ করে বিএনপি। ওইসব সমাবেশের মধ্যে সিরাজগঞ্জ, হবিগঞ্জসহ বিভিন্ন সমাবেশে হামলা ও গুলিবর্ষণ এবং কক্সবাজার, ফেনীসহ কয়েকটিতে ১৪৪ ধারা জারি করলেও তা ভঙ্গ করে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেছে। এর আগে বিএনপি গণঅনশন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচিও করেছে দলটি।
গত ১৩ নভেম্বর থেকে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া।