গণতন্ত্র হত্যা দিবসে বগুড়ায় বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৫ পিএম, ৫ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০১:৩৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গণতন্ত্র হত্যা দিবসে বগুড়ায় বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুুধবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বগুড়া জেলা বিএনপির আয়োজনে বেলা ১১.৩০টায় দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে।
জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাড. একেএম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, এনামুল কাদির এনাম, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনির, সাইদুজ্জামান শাকিল, মাফতুন আহমেদ খান রুবেল, শহর বিএনপির যুগ্ম আহবায়ক মশিউর রহমান শামীম, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মুকুল জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া শাখার সাধারণ সম্পাদক এ্যাড. মোজাম্মেল হক, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, জেলা কৃষকদলের সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলু, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ এম রাসেল মামুন, জেলা মহিলা নেত্রী নাজমা আক্তার, বগুড়া শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, যুগ্ম আহবায়ক হারুন-অর-রশীদ সুজনসহ নেতৃবৃন্দ।