চট্টগ্রামে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, অর্ধশতাধিক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৭ পিএম, ৫ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:১৯ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
চট্টগ্রামের জামালখান প্রেস ক্লাবের সামনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এ ঘটনায় বিএনপির ৫০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার বিকাল ৩টায় গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই ঘটনা ঘটে।নাসিমন ভবন থেকে ও আটক করা হয়।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে দুপুরে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আসা নেতা-কর্মীদের আগমনে উত্তাল হয়ে ওঠে পুরো জামালখান এলাকা।পুলিশ নেতা কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। শুরু হয় পুলিশের সাথে কথা কাটাকাটি। একপর্যায়ে পুলিশ নেতা দের লাটি পেটা শুরু করে লক্ষ্য করে ।এ সময় নেতা কর্মীরা এ দিক সে দিক ছুটা ছুটি করতে থাকে।
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, গাড়ি চলাচল নিয়ে নেতা-কর্মীদের সাথে পুলিশের কথা কাটাকাটি হয়েছে। এ সময় আমাদের কয়েকজন নেতা-কর্মীর সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাটিচার্জ করে। তবে বড় কোনো সমস্যা হয়নি। পরে অবশ্য পুলিশের সহযোগীতায় আমাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন, বিএনপির সমাবেশ চলাকালে জনসাধারণের চলাচলের জন্য আমরা চেরাগী পাহাড় থেকে রাস্তা পরিষ্কার রাখি। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হলে এক পর্যায়ে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা লাঠিচার্জ করি। পরে এ ঘটনায় আমরা ৪৪ জনকে আটক করেছি।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন সদস্য সচিব আবুল হাসেম বক্কর সহ বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে আগত যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতাকর্মীরা।