শাজাহানপুরে খরনা ইউনিয়ন বিএনপি’র ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৪ পিএম, ৫ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০১:১৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বগুড়ার শাজাহানপুরে খরনা ইউনিয়ন বিএনপি’র ৯টি ওয়ার্ডের দ্ধি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে বীরগ্রাম বন্দর এলাকাস্থ ফসলশূণ্য মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
খরনা ইউনিয়ন বিএনপির আহবায়ক হাফিজার রহমান কাজলের সভাপতিত্বে সম্মেলনে ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মোরশেদ মিল্টন। ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহবায়ক আব্দুল হাই সিদ্দিকী রনি’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য আলী হায়দার তোতা, সদস্য এনামুল হক শাহীন, আবু শাহিন সানি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোহাইল ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান, বিএনপি নেতা মহসিন আলী রাজু, আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সভাপতি সোহেল আরমান রাজু, যুগ্ম-আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু, সদস্য মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আরমান হোসেন রকি প্রমুখ। সম্মেলনে ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়।