খালেদা জিয়াকে দুনিয়া থেকে মাইনাস করতে সুচিকিৎসায় বাঁধা দিচ্ছে সরকার - প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৬ পিএম, ৫ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:২৮ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে মাইনাস করার জন্য তাঁর সুচিকিৎসায় সরকার বাঁধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, দেশের চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ পাঠাতে বলছে। কিন্তু সরকার খালেদা জিয়াকে বিদেশ যেতে দিচ্ছে না।
আজ বুধবার গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ মহানগর বিএনপির মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপি নেতা প্রিন্স আরও বলেন, খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে সারাদেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে। খালেদা মুক্তির প্রতিটি সমাবেশে লাখ লাখ লোক উপস্থিত হয়ে সরকারকে হলুদ কার্ড দেখাচ্ছে। আগামী দিনে গণঅভ্যুথানের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করা হবে।
প্রিন্স বলেন, সরকার জনগনের ভোটাধিকার হরণ করে দেশে কালো শাসন কায়েম করেছে। দেশের মানুষ এই দুঃশাসন থেকে মুক্তি চায়। তাই অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।
মানববন্ধনে মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এমএ হান্নান খান, মাহাবুবুল আলম মাহাবুব, ফারজানা রহমান হুসনা, শামীম আজাদ, বিএনপি নেতা শেখ আজিজ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি খন্দকার মাসুদ, স্বেচ্ছাসেবক দল নেতা রিপন তালুকদার, ফয়সাল, ছাত্রদল নেতা রানা, রবিন, শ্রমিক দল নেতা ওমর ফারুক প্রমূখ।
পরে একই ইস্যুতে পৃথক মানববন্ধন কর্মসূচী পালন করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। এতে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান, সাধারণ সম্পাদক এড. রাজু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল প্রমূখ উপস্থিত ছিলেন।