বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা
১২ জানুয়ারি থেকে ফের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫০ পিএম, ৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:১৮ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ১২ জানুয়ারি থেকে ফের সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এছাড়াও বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়। দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে দলের গত ৩ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির রেজুলেশন গণমাধ্যমে পাঠানো হয়। দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু।
সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নে বর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
১। সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদস্যবৃন্দকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।
২। সভায় বিগত ২৭ ডিসেম্বর ২০২১ অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়।
৩। সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সম্পর্কে সদস্যবৃন্দকে অবহিত করেন। দেশনেত্রীর রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়।
৪। সভায় সম্প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে দেশব্যাপী কর্মসূচির আওতায় গত ২৯ ডিসেম্বর সিরাজগঞ্জ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি বানচালের উদ্দেশ্যে আওয়ামী সন্ত্রাসীদের দফায় দফায় আক্রমণ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর অবৈধ অস্ত্র নিয়ে গুলিবর্ষণ, নেতাকর্মীদের মারাত্মকভাবে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রসহ আওয়ামী সন্ত্রাসীদের ছবি জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো মামলা, গ্রেফতার না করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার এবং বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করা হয়।
অবৈধ আওয়ামী সরকার ইতিপূর্বে হবিগঞ্জ, পটুয়াখালীসহ সারাদেশে একই কায়দায় নিজেরা হামলা করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও বেশ কিছু নেতাকে গ্রেফতার করেছে। সভায় অবিলম্বে সকল মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানানো হয়।
৫। সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য প্রেরণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসাবে অবশিষ্ট জেলাগুলোতে আগামী ১২ জানুয়ারি ২০২২ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে বিস্তারিত কর্মসূচি প্রণয়নের জন্য মহাসচিবকে দায়িত্ব প্রদান করা হয়।
৬। সভায় সম্প্রতি টঙ্গী ও চট্টগ্রামে র্যাবের নির্যাতনে ২ জনের মৃত্যুর যে সংবাদ প্রকাশিত হয়েছে এতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে ব্যবস্থা গ্রহণের জন্য মানবাধিকার সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামানকে অনুরোধ করা হয়।
৭। সভায় নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতির রাজনৈতিক দলগুলোর সংলাপ সম্পর্কে আলোচনা হয়। সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
৮। সভা শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।