শামীম ওসমানের সমর্থন খুব কী জরুরি - আইভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৬ পিএম, ৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:২৫ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে শামীম ওসমান প্রসঙ্গ আসছে ঘুরেফিরে। প্রভাবশালী এমপি শামীম ওসমানের অবস্থান কী, সমর্থন আছে কিনা, এমন প্রশ্নের মুখোমুখি বারবারই হতে হয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
আজ মঙ্গলবার সকালে প্রচারণার সময় একই প্রশ্নের উত্তরে অনেকটা বিরক্তির স্বরেই আইভী বললেন, তাকে খুব কি জরুরি আজকে আমাদের এই নির্বাচনে। উনি একজন এমপি। উনি তো ইচ্ছা করলেও প্রচারে আসতে পারবে না। তাই আমরা নির্বাচনের মধ্যেই থাকি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের মধ্যে কখনই বিভাজন ছিল না। তৃণমূল সবসময় একত্রিত ছিল। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। আওয়ামী লীগের মধ্যে কোনো বিভাজন নেই। আগেও ছিল না এখনও নেই। আমরা সকলেই বঙ্গবন্ধুর আদর্শের অনুসারি, শেখ হাসিনার কর্মী। আমাদের মতভেদ থাকতে পারে, পার্থক্য থাকতে পারে। দিন শেষে আমরা সকলেই শেখ হাসিনার কর্মী।
এক প্রশ্নের জবাবে আইভী বলেন, ষড়যন্ত্র দেখার জন্য সময় আমার নেই। আমি সারাদিন মানুষের সাথে থাকছি। পূর্বেও নির্বাচন করেছি, বহু ষড়যন্ত্র হয়েছে। জনগণ তার রায়ের মাধ্যমে সব ষড়যন্ত্রকে ভেস্তে দিয়েছে। ষড়যন্ত্র দেখার জন্য আমার দল আছে, দলের নেতৃবৃন্দ আছে। আমার সাথে বোঝাপড়া সাধারণ মানুষের।
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকার প্রার্থী বলেন, জনগণ আমার সাথে আছে। যেখানেই যাচ্ছি দলমত নির্বিশেষে সকল মানুষের স্বতঃস্ফূর্তভাবে আসছে।
তিনি বলেন, কার সমর্থন আছে কার নেই সেটা বিবেচ্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থন দিয়েছে। মানুষ সেটাই দেখে, তৃণমূল নেতাকর্মীরা সেটাই জানবে। সেভাবেই তৃণমূল কাজ করছে।
তৈমুর আলমকে পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে আইভী বলেন, এটা তাদের দলীয় কৌশল। এটা নিয়ে কথা না বলাই ভালো। ওনাকে আমি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখতে চাই। লড়াই হবে চাচা-ভাতিজির লড়াই। উনি যেহেতু আমার চাচা, ওনার সমস্ত আশীর্বাদ, দোয়া, স্নেহ আমার জন্য। সুতরাং আমি জয়যুক্ত হবো।
নির্বাচনী সমীকরণ কেমন দেখছেন, এমন প্রশ্নের জবাবে দুইবারের নির্বাচিত এই মেয়র বলেন, প্রতিটি নির্বাচনের ফ্লেভার আলাদা। জটিল হোক কিংবা সমীকরণ কোথায় যাচ্ছে সেটা দেখার সময় আমার নেই, আমি দেখতে চাইও না। আমি বুঝি নারায়ণগঞ্জের জনগণ, নারায়ণগঞ্জের জনস্রোত, গুমানুষ। এর বাইরে কোনো সমীকরণ বুঝি না।
মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল থেকে প্রচারণা শুরু করেন আইভী। তিনি বাতানপাড়, মিজমিজি, পাইনাদীসহ বিভিন্ন এলেকায় ঘুরে ঘুরে মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। তাকে বিভিন্ন স্থানে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানান। প্রচারণায় তার সাথে আছেন সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও পুরনায় কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক, কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমান, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মাকসুদা মোজাফফর প্রমুখ।